ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

বাংলার প্রথম শিল্পযোদ্ধার মৃত্যুবার্ষিকী আজ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪১, ১১ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ০৮:৪২, ১১ সেপ্টেম্বর ২০২০

পাকিস্তান সরকারের বাধার মুখেও ১৯৫৮ সালে পাবনার ঈশ্বরদীতে আলহাজ্ব টেক্সটাইল মিলস্ শিল্প কারখানা স্থাপনের প্রথম উদ্যোক্তা শিল্পযোদ্ধা ডা. মীর মোহাম্মদ আমজাদ হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। 

দিনটি উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনায় খাজা ইউনুস আলী (রঃ) এর মাজার শরিফ এবং তার প্রতিষ্ঠিত সিরাজগঞ্জের এনায়েতপুরের অলাভজনক ট্রাষ্টি প্রতিষ্ঠান খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

শুক্রবার বাদ আসর হাসপাতালে অনুষ্ঠিতব্য দোয়া মাহফিলে সকল শুভাকাঙ্খীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পরিষদের পরিচালক ডা. আমজাদ হোসেনের বড় ছেলে মোহাম্মদ ইউসুফ অনুরোধ জানিয়েছেন। 

প্রয়াত ডা. আমজাদ হোসেন বিটিএমএ এর সাবেক চেয়ারম্যান, খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সিআইপি ও দেশের অন্যতম শিল্প উদ্যোক্তাসহ শিক্ষা, চিকিৎসা বিস্তার এবং সামাজিক অনেক উন্নয়ন কর্মকাণ্ডে জাতীয় আন্তর্জাতিকভাবে ভূমিকা রাখেন। 
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি